সিনিয়র মহিলাদের নকআউটে  আজ ত্রিপুরা প্রতিপক্ষ মহারাষ্ট্র


newsagartala24.com Images

আগরতলা, Jan 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সিনিয়র মহিলাদের নকআউটে 
আজ ত্রিপুরা প্রতিপক্ষ মহারাষ্ট্র।।।
শেষ প্রস্তুতি সেরে নিলেন অন্নপূর্ণা দাস-‌রা। মহারাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে। সোমবার মহিলাদের সিনিয়র ক্রিকেটের নকআউটে মহারাষ্ট্রে বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। বরোদার রেলওয়ে মাঠে হবে ম্যাচটি। ম্যাচে যে দলই জয় পাবে সেই দলই চলে যাবে সেমিফাইনালে। প্রথম বার সেমিফাইনালে খেলা নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। রবিবার প্রায় ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। রেলওয়ে মাঠে।

ভুবনেশ্বরে অনুষ্ঠিত আসরে দুরন্ত খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নকআউটে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো ত্রিপুরা। আসরে টানা ৬ ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে পুদুচেরীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলো। এদিন অনুশীলন শেষে বরোদা থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দে বলেন,"খেলায় জয়-‌পরাজয় থাকবেই। তবে আমরা ভালো খেলা নিয়ে আশাবাদী। মেয়েদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রতিভার পরিচয় দেওয়ার। কোয়ার্টার ফাইনালে জয় পেতে পারলে নির্বাচকদের নজরও কেড়ে নিতে পারবে মেয়েরা।

এটা বারবার বোঝানো হচ্ছে। মেয়েরাও কথা দিয়েছে নিজেদের সেরা খেলাটা নিংড়ে দেওয়ার"। টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে। লক্ষ্য থাকবে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপানো। ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন মৌচৈতি দেবনাথ এবং ইন্দ্ররাণী জমাতিয়া। এরপর যথাক্রমে আসবেন মৌটুসী দে, ঋজু সাহা, সুরভি রায়, শিউলি চক্রবর্তী, দলনায়িকা অন্নপূর্ণা দাস, হেনা হটচান্দিনী, রেশ্মা নায়েক‌, নিকিতা দেবনাথ এবং প্রীয়াঙ্কা আচার্য। দলনায়িকা অন্নপূর্ণাও সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী।